বিনোদন প্রতিবেদক ॥
অভিনেত্রী সুমাইয়া শিমুকে গত কয়েকদিন ধরেই উত্তরায় এক কোচিং সেন্টারে দেখা যাচ্ছে। ইংরেজি শেখার জন্য বেশ কয়েকজন বান্ধবীর সঙ্গে তাকেও পড়তে দেখা যায়। কিন্তু কিসের জন্য তিনি কোচিং করছেন? এমন প্রশ্নের উত্তরে তিনি জানালেন, একটা ঈদের নাটকের জন্য কোচিংয়ে যাবার অভিনয় করতে হচ্ছে তাকে। নাম ‘প্রমিলা ক্রিকেট কোচিং’।
ফেরদৌস হাসান রানার পরিচালনায় এ নাটকটিতে একজন ক্রিকেটার হিসেবে অভিনয় করতে দেখা যাবে সুমাইয়া শিমুকে। এ নাটকে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সজল, দোলন, তানিয়া প্রমূখ।
নাটকটি নিয়ে শিমু বলেন, ‘মূলত ক্রিকেট খেলাকে কেন্দ্র করেই নাটকের গল্প। দলের কয়েকজন একটু ইংরেজীতে দূর্বল, তাই কোচিং এ ক্লাস করি। মজার এই নাটকটিতে আমার বিপরীতে অভিনয় করেছেন সজল। সে আমাদের কোচিং সেন্টারের শিক্ষক। আশা করছি, নাটকটি সবার পছন্দ হবে।’
এরইমধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে। আগামী কোরবানি ঈদে এস এ টিভিতে নাটকটি প্রচার হবে বলে জানা যায়।