স্পোর্টস ডেস্ক ॥ ইংলিশ ফুটবলে আজ বসছে লন্ডন ডার্বি। প্রিমিয়ার লীগে এতে উত্তর লন্ডনে গিয়ে টটেনহ্যামকে মোকাবিলা করবে শহরের পশ্চিমা দল চেলসি। আজ এ ম্যাচে রোমাঞ্চ ও আগ্রহের অন্য কারণও আছে। ফুটবলপ্রেমীদের নজরটা দু’দলের দুই কুশীলবের দিকে। হোয়াইট হার্ট লেনের মাঠে দু’দলের ডাগআউটে নেতৃত্বে থাকবেন চেলসি কোচ হোসে মরিনহো ও টটেনহ্যামের আন্দ্রেস ভিলাস বোয়াস। দুই কোচই খাঁটি পর্তুগিজ আর ক্যারিয়ারে একে অপরের সাবেক কলিগ। হোসে মরিনহোর দায়িত্বকালে চেলসি ও ইতালিয়ান দল ইন্টার মিলানে সহকারী কোচ হয়ে ভূমিকা রাখছিলেন ভিলাস বোয়াস। আর মরিনহো চেলসির দায়িত্ব ছেড়ে দিয়ে স্পেনে রিয়াল মাদ্রিদে উড়ে গেলে পরে চেলসিতে পূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল ভিলাস বোয়াসকেও। তবে এ দায়িত্বের শেষটায় ভিলাস বোয়াসের স্মৃতিটা তিক্ত। পুরনো দুই সহকর্মীর এ লড়াইয়ে সিনিয়র কলিগ মরিনহোর চাপটা একটু বেশিই। অলব্লুরা প্রতিপ মাঠে গিয়ে খেলবে ম্যাচটি। আর এখানে চেলসির অভিজ্ঞতাটা ভাল স্মৃতির নয়। হোয়াইট হার্ট লেনে শেষ ৭ ম্যাচে চেলসি নিজেদের জয় দেখেছে মাত্র একবার। তবে এখানে কোচ রাফায়েল বেনিতেজের চেলসির ৪-২ গোলের জয়টি দু’দলের সর্বশেষ সাাতে। ৭ বছরের অতৃপ্তি কাটে এতে চেলসি সমর্থকদেরও। হোয়াইট হার্ট লেনে চেলসির আগের জয়টি ছিল ২০০৫এ। আর চেলসির জনপ্রিয় কোচ মরিনহো দু’দলের পরস্পর পরিসংখানেও নিশ্চিত উন্নতি দেখছেন প্রতিপ দলটির। প্রিমিয়ার লীগে টানা ২৮ ম্যাচে চেলসির বিপে জয়শূন্য টটেনহ্যাম গত ১৪ মোকাবিলায় পরসিংখ্যানে অনেকটাই থিতু। এতে ৫ হার ও ৬ ড্র’র সঙ্গে স্পার্সদের জয় ৩ বার। আর টটেনহ্যাম ডিফেন্সে চলতি লীগে অন্য রেকর্ড। ইউরোপে সেরা পাঁচ লীগের এ পর্যায়ে সবচেয়ে অটল দেখাচ্ছে টটেনহ্যামের রণভাগ। চলতি মওসুমে টটেনহ্যাম ৯ ম্যাচে খেয়েছে মাত্র এক গোল। আর্সেনালের মাঠে গোলটি হজম করে তারা প্রিমিয়ার লীগের খেলায়। লীগের শুরুর পাঁচ ম্যাচে টটেনহ্যামকে চার জয় পেতে দেখা যায়নি গত ৫০ বছরে। এতে আপাত বিপরীত অভিজ্ঞতা হোসে মরিনহোর। রুশ ধনকুবের রোমান আব্রামোভিচের মালিকানায় গত একযুগে লীগের পাঁচ ম্যাচ শেষে চেলসির এত কম পয়েন্ট দেখা যায়নি। দু’দলে এবারের খেলোয়াড় সংগ্রহ নিয়েও রয়েছে আলাদা আলাপ। টটেনহ্যাম হটস্পার দলে এবার আলোচনার কেন্দ্রে ছিলেন ওয়েলস ফুটবলার গ্যারেথ বেল। স্পেন জায়ান্ট রিয়াল মাদ্রিদের কাছে বেলকে টটেনহ্যাম বিক্রি করে রেকর্ড ৮৫.৩ মিলিয়ন পাউন্ডে। এ নিয়ে টটেনহ্যামের সাবেক গোলরক এরিক থ্রসভেল্ট বলেন- আমরা এলভিসকে বিক্রি করে দিয়ে বিটলস কিনেছি। চলতি মওসুম আন্দ্রে ভিলাস বোয়াসে নতুন রিক্রুট তারকারা দেখাচ্ছেন আলাদা দ্যুতি। স্পেনের রবার্তো সোলদাদো, ডেনিশ ক্রিস্টিয়ান এরিকসন, আর্জেন্টাইন এরিক লামেলারা রয়েছেন ফর্মের তুঙ্গে। উল্টো চিত্র মরিনহোর । ৩০ মিলিয়ন পাউন্ডের বড় ট্রান্সফারে রুশ দল আনঝি মাখাচকালা থেকে ব্রাজিল তারকা উইলিয়ানকে চেলসিতে উড়িয়ে এনে তেমন নৈপুণ্যে দেখা যায়নি এ পর্যন্ত। ক্যামেরুন স্ট্রাইকার স্যামুয়েল ইতোও এ পর্যন্ত যথারীতি ফপ। এবারের মওসুমে এ পর্যন্ত ভক্তদের এক গোলও দেখাতে পারেননি চেলসি স্ট্রাইকাররা। আর চেলসির শেষ ২৫ লীগ গোলে প্রতিষ্ঠিত স্ট্রাইকারের কাছে ভক্তরা পেয়েছেন মাত্র এক গোল। এভারটনের বিপে ফার্নান্দো তোরেস গোলটি পান তাও চার মাস আগে।