বিনোদন ডেস্ক ॥ তিগমাংশুর ‘পান সিং তোমার’ আর ‘সাহেব বিবি গোলাম অর গ্যাংস্টার’, দুটো ছবিই বেশ সাড়া ফেলেছিল বলিউডে। দুটো ছবিই বলিউড মশলা ছবির মতো একদমই নয়, তবুও বেশ ভালোইই হিট হয়েছিল ছবি দুটি। কিন্তু শোনা যাচ্ছে, বলিউডের দুই নামি অভিনেত্রী রানী মুখার্জী এবং কারিনা কাপুর তিগমাংশুর পরের ছবি ‘বেগম শ্যামরু’-তে কাজ করবেন না বলেছেন।
‘বেগম শ্যমরু’র চিত্রনাট্য নিয়ে প্রথমে পরিচালক রানী মুখার্জীর কাছে যান। কিন্তু এই ছবিতে অনেক সিনেই ‘বডি এক্সপোজ’ করতে হবে তাই এই ছবি থেকে সরে যান রানি। পরে কারিনা কাপুরকে এই ছবি অফার করা হয়। কিন্তু একই কারণে এই ছবি করতে চাইছেন না করিনাও।
এরপর তিগমাংশু নিজেই বলছেন, বলিউডের কোনও নামী অভিনেত্রী এই চরিত্র করতে চাইবেন না। কারণ এখানকার অভিনেত্রীরা এখনও ক্যামেরার সামনে নগ্ন হতে স্বাচ্ছন্দ নন। অথচ এই ছবিতে নগ্নতাকে বাদ দেওয়া যাবে না, তাই তিনি এখন বিদেশী কোনও