স্পোর্টস রিপোর্টার: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র নির্বাচনে অংশ নিতে প্রধান নির্বাচকের পদ ছাড়ার ঘোষণা আগেই দিয়েছিলেন আকরাম খান। অপেক্ষা ছিল কাউন্সিলরশিপ চূড়ান্ত হওয়ার। মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে তার কাউন্সিলরশিপ জমা দেয়া হয়েছে নিশ্চিত হয়েই আজ তিনি বিসিবিতে তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন। আইসিসি ট্রফিজয়ী বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আকরাম খান ছিলেন তিন সদস্যের নির্বাচক কমিটির প্রধান। অন্য দুজন হলেন মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। এই কমিটির মেয়াদ শেষ হয়েছে ৩০ জুন। এরপর নির্বাচন সামনে রেখে বিসিবি থেকে তাদের কমিটির মেয়াদ আরও তিন মাস বর্ধিত করা হয়। মেয়াদ শেষ হওয়ার কথা আগামী ৩০শে সেপ্টেম্বর। তবে নির্বাচনী হাওয়া শুরুর পরই তিনি ঘোষণা দিয়েছিলেন প্রধান নির্বাচক পদ ছেড়ে বিসিবি’র নির্বাচনে অংশ নেবেন। আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে সেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আকরাম। জানা গেছে, বিসিবি তার পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেবে বৃহস্পতিবার।
শেষ পর্যন্ত চট্ট্রগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে তাকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেয়া হয়। মঙ্গলবার মনোনয়ন নিশ্চিত হওয়ার পর আকরাম খান বলেছিলেন, ‘আমাকে চট্ট্রগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে মনোনয়ন দেয়া হয়েছে। আমি খুব দ্রুতই পদত্যাগ করবো।’ তবে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন বঞ্চিত সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর আকরাম খানকে কাউন্সিলর করায় এরই মধ্যে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন।