স্টাফ রিপোর্টার ॥ গার্মেন্ট কারখানা শ্রমিকদের বেতন ও সোয়েটার কারখানা শ্রমিকদের উৎপাদন মজুরি ঘোষণার দাবিতে পঞ্চম দিনের মতো গাজীপুরে শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। শ্রমিকরা বিােভ করে সড়ক অবরোধ করেছে এসব দাবিতে। এতে পুলিশের সঙ্গে ধাওয়া-পাণ্টা ধাওয়া অনুষ্ঠিত হয়েছে। পুলিশ লাঠিচার্জ ও টিয়ার সেল ছুঁড়ে পরিস্থিতি আয়ত্বে আনে। শ্রমিক বিােভে গাজীপুর মহানগরের কোনাবাড়ি, কাশিমপুর, সারদাগঞ্জ ও কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকার অন্তত ২৫টি কারখানা ছুটি হয়ে গেছে সকাল ৯টার মধ্যে। তবে গত চার দিনের তুলনায় শ্রমিক বিােভ ঠেকাতে পুলিশ রয়েছে কঠোর অবস্থানে। সকালে গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকার কয়েকটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা কাজ ছেড়ে সড়কে নেমে ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিােভ করতে থাকে। এ সময় বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ার সেল ছুড়ে ও লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনার জের ধরে কোনাবাড়ি বিসিক শিল্পনগরীসহ ওই এলাকার অন্তত ১২টি কারখানা ছুটি ঘোষণা করা হয়। অন্য দিকে সকালে কাশিমপুর- সারদাগঞ্জ এলাকার কয়েকটি কারখানার শ্রমিক কাজে যোগ না দিয়ে গেইটে বিােভ করতে থাকে। এতে ওই এলাকার ৫টি কারখানা ছুটি ঘোষণা করা হয়। এদিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মোড় ও শফিপুর এলাকার অন্তত সাতটি কারখানা শ্রমিকদের বিােভের মুখে ছুটি ঘোষণা করা হয়।