কাউন্সিলর নিয়ে শেষ দিনে উত্তাপ

স্পোর্টস রিপের্টার ॥ বিসিবির বারান্দায় সকাল থেকে কাউন্সিলরদের চিঠি জমা দিতে ভিড় করছিল জেলা, বিভাগ ও কাবের কর্মকর্তারা। ১৭ই সেপ্টেম্বর কাউন্সিলর চেয়ে চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল ছিল কাউন্সিলরদের নাম জমা দেয়ার শেষ দিন। ১৭৮টি নাম জমা হওয়ার কথা থাকলেও বিকাল পর্যন্ত সব নাম জমা পড়েনি। ১০০টির বেশি কাউন্সিলরের নাম জমা পড়েছিল বলে জানা গেছে। জমার উত্তাপ এতটা ছিল যে শুধু মিছিলটা করতে বাকি রেখেছেন কাউন্সিলরদের নাম জমা দিতে আসা কাব, বিভাগ ও জেলার কর্মকর্তারা। গতকাল কাউন্সিলরদের কতজন নাম জমা দিয়েছেন তার সঠিক সংখ্যাটি বলতে পারেননি বিসিবি সভাপতির ব্যক্তিগত সহকারী তৌহিদ মাহমুদ। তিনি বলেন, ‘আসলে সারা দিনে কতগুলো চিঠি জমা পড়েছে তার সঠিক হিসাবটি বলতে পারছি না। তবে শতাধিক হতে পারে। আর কাল (আজ) আনুষ্ঠানিকভাবে আমরা সংখ্যাটি জানিয়ে দেবো। এছাড়াও আমরা আজ (গতকাল) রাত ১০টা পর্যন্ত চিঠি জমা নেবো। তবে যদি শেষ পর্যন্ত কেউ জমা দিতে না পারে সে েেত্র সময় বাড়ানো হবে কিনা তা আমরা এখন বলতে পারছি না।’ এ বিষয়ে বিসিবির ভারপ্রাপ্ত নির্বাহী নিজাম উদ্দিন সুজন বলেন, ‘এখন পর্যন্ত শেষ দিন আজই আছে, নতুনভাবে কোন সিদ্ধান্ত এখনও আমরা জানি না।’
গতকাল সারা দিনই কাব, জেলা, বিভাগ ও এনএসসি থেকে কে কাউন্সিলর হচ্ছেন তা নিয়ে চলেছে নানা গুঞ্জন। এরই মধ্যে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ঢাকা প্রিমিয়ার লীগের সুপার সিক্সে থাকা কাবগুলো তাদের কাউন্সিলরের নাম এরই মধ্যে জমা দিয়েছে। এর মধ্যে আবাহনী কাব থেকে নাজমুল হাসান পাপন ও সায়ান এফ রহমানকে মনোনীত করা হয়েছে। মোহামেডান কাব থেকে মাহবুবুল আনাম, লোকমান হোসেন ভূঁইয়া, গাজী ট্যাংক থেকে লুৎফর রহমান বাদল, ভিক্টোরিয়া কাব থেকে আজিজুর রহীম, জহির হাসান, প্রাইম ব্যাংক থেকে তানজিল চৌধুরী ও কাবের প্রেসিডেন্ট সিরাজুল ইসলাম মোল্লা ও শেখ জামাল থেকে রুবেল আজিজ ও নজিব আহম্মেদ। এছাড়াও আলোচিত নাম হিসেবে বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটার আকরাম খান চট্টগ্রাম থেকে ও নাইমুর রহমান দুর্জয় মানিকগঞ্জ থেকে নিশ্চিত হয়েছেন। আবাহনী কাব থেকে এবার কাউন্সিলর করা হয়নি আহম্মেদ সাজ্জাদুল আলম ববিকে। তবে তিনি শেষ পর্যন্ত শেখ রাসেল থেকে কাউন্সিলর হতে পারেন বলে গুঞ্জন রয়েছে। এছাড়াও নাজমুল হসান পাপনের অন্যতম ঘনিষ্ঠজন বলে পরিচিত ইসমাইল হায়াদার মল্লিক শেষ পর্যন্ত ব্রাদার্স থেকে কাউন্সিলর হচ্ছেন বলেই জানা গেছে। ওদিকে এবার বিসিবির নির্বাচনে নাজমুল হাসান পাপনের অন্যতম প্রতিদ্বন্দ্বী সাবেক বোর্ড সভাপতি সাবের হোসেন চৌধুরী কাউন্সিলর হয়েছেন বারিধারা কাব থেকে। মানিকগঞ্জ থেকে সাবেক ক্রিকেটার দুর্জয় এবং ঢাকা বিভাগ থেকে কাউন্সিলর হয়েছেন বিসিবির সাবেক পরিচালক দেওয়ান শফিউল আরেফিন টুটুল।
গতকাল অনুষ্ঠানিকভাবে কাউন্সিলরদের নাম জমা দেয়ার শেষ দিনে বিসিবির নির্বাচন নিয়ে উন্মাদনার চূড়ান্ত প্রকাশ পেয়েছে। এরই মধ্যে অভিযোগ উঠেছে বিভিন্ন কাব থেকে বিশাল অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি করা হচ্ছে কাউন্সিলরশিপ। অন্যদিকে এবার ক্রিকেটার কল্যাণ সমিতি থেকে কাউন্সিলর করা হয়েছে সাবেক পেসার জি এম ফয়সাল রুবেলকে। এনএসসি ও বিসিবি থেকে সাবেক ক্রিকেটারদের কোটায় যে ১০ জনের নাম আসার কথা ছিল সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমি কাউন্সিলর হওয়ার ইচ্ছা জানিয়েছি। তবে এখনও নিশ্চিত হতে পারিনি এনএসসি থেকে আমাকে কাউন্সিলর করা হয়েছে কিনা।’
কাউন্সিলদের নাম জমা নিয়ে এর মধ্যে দেখা দিয়েছে নানা বিতর্ক। অভিযোগ উঠেছে বর্তমান এডহক কমিটি টাকা ও মতার জোরে কাউন্সিলরদের কিনে নিচ্ছে। এরই মধ্যে জানা গেছে কয়েকটি বিভাগের কাউন্সিলর বঞ্চিতরা মামলার প্রস্তুতিও নিচ্ছেন।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫