পরের ধনের পোদ্দারি ভূমি সংস্কারবোর্ডের : গাজীপুরে খাসপুকুর লিজ প্রদান

স্টাফ রিপোর্টার ॥ বিনা বাধায় গাজীপুর কালেক্টরেটের সাড়ে সাতবিঘা জোড়াখাসপুকুর মাটি ফেলে ভরাট করছে হাজী লেহাজ উদ্দিন গং। গাছা ইউনিয়ন ভূমি অফিসের অধীন ছয়দানা মৌজার ওই পুকুর দুইটি কোর্ট অফ ওয়ার্ডস ভাওয়াল রাজ এষ্টেটের প্রধান কার্যালয় ভূমি সংস্কারবোর্ড থেকে লীজ নিয়ে তাঁরা মাটিভরাট করছেন। এর আগে তারা পুকুরপারে সাইনবোর্ড লাগিয়ে দেন। অভিযোগের বিষয়ে চিঠি চালাচালি ছাড়া পুকুরের মালিকপক্ষ জেলা প্রশাসন তেমন জোড়ালো পদক্ষেপ নিতে পারেন নি। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৪নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন ওই হাজী লেহাজ উদ্দিন।
অভিযোগে জানা যায়, গাছা ভূমি অফিসের ছয়দানা মৌজায় ১নং খাস খতিয়ানের সিএস- ২২৬, ২৫০, ২৯৫, ২৯১, ১২০, ২৫১ ও ২৫২ এবং আরএস-১৮৬, ২০৯, ২১০, ৪৩০ ও ৫৬২ দাগের জোড়া খাসপুকুরের পরিমাণ ২.৫৫ একর (সাড়ে সাতবিঘা)। যার মালিক বাংলাদেশ সরকারের পক্ষে ডেপুটি কমিশনার-গাজীপুর। কিন্তু অকাজের সেই পোদ্দার ভূমি সংস্কারবোর্ড লেহাজ উদ্দিন গংদের নামে ওই পুকুর লীজ দেয়। ভূমি সংস্কারবোর্ডের দুর্নীতি পরায়ণ ব্যক্তিদের ম্যানেজ করে লীজ নেয় তারা। এরপর কথিত লীজপ্রাপ্তরা প্রথমে সাইনবোর্ড লাগায় পুকুরপারে। পরে অবাধে মাটিভরাট করছে বলে জানায় ভূমি অফিসসূত্র।
গাছাভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন জানান, ছয়দানা পুকুরপারে সাইনবোর্ড লাগায় লীজ দাবিদার লেহাজ উদ্দিনরা। পুলিশ নিয়ে গিয়ে তাদের সাইনবোর্ড ফেলে দেই। এরপর আবার সাইনবোর্ড দেয় তারা। এছাড়া আজ (২৩ সেপ্টেম্বর) থেকে তারা পুকুরভরাট করছে। এই বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
ভূমি উপ-সহকারী আব্দুস সাত্তার খানও পুকুরভরাট করার কথা নিশ্চিত করেন।

এ বিষয়ে জানতে চাইলে এসিল্যান্ড মোঃ শাহীনুর ইসলাম বাংলাভূমি’কে জানান, সাইনবোর্ড সরানোর কারণে ভূমি সংস্কারবোর্ড আমাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। সিএস খতিয়নে এ সম্পত্তির মালিক ভাওয়াল রাজ এষ্টেট। ভাওয়াল রাজ এষ্টেটের সম্পত্তি একসময় যেহেতু জেলা কালেক্টরেট দেখা-শুনা করতো সেই অনুযায়ী এসএ এবং আরএস খতিয়ানে জেলা কালেক্টরেটের নামে রেকর্ড রয়েছে।

তবে লিজী লেহাজ উদ্দিন বাংলাভূমি’কে জানান, এ সম্পত্তির মালিক ভাওয়াল রাজ এষ্টেট। আমরা সরকারি নিয়মানুযায়ী দরখাস্ত করি ভাওয়াল রাজ এষ্টেট কর্তৃপক্ষের নিকট। সেই মোতালেক আমাদের লিজ দেয়। তাছাড়াও তিনি জানান, ছয়দানা মালেকের বাড়ি এলাকায় কোন ঈদগাঁ মাঠ নেই; জানাজা পড়ার স্থান নেই। এ পুকুরটি ভরাট করে সেখানে ঈদের নামাজ এবং জানাজার নামাজ পড়ার স্থান করা হবে।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫