স্টাফ রিপোর্টার ॥ ক’দিন আগেই জানা গিয়েছিল, বিশ্বের বসবাস অযোগ্য শহরের তালিকায় নীচের দিক থেকে ঢাকা দ্বিতীয়। তবে এবার এলো ভিন্ন খবর। যে খবর হয়তো প্রমাণ করবে, বাস যোগ্যতার সঙ্গে সুখের আসলে কোন সম্পর্ক নেই।িি .িষরংঃরপষব.পড় নামে একটি ওয়েবসাইট বিশ্বের সবচেয়ে সুখী ১০টি শহরের তালিকা প্রকাশ করেছে। বিস্ময়কর হলেও সত্য সে তালিকার সপ্তম স্থানে রয়েছে ঢাকা। তালিকার প্রথমে আছে উত্তর আমেরিকা দেশ কানাডার শহর টরন্টো। দ্বিতীয় স্থানে আছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুরের সিঙ্গাপুর সিটি। চতুর্থ অবস্থানে আছে সৌদি আরবের মক্কা। এরপরেই আছে তুরস্কের শহর ইস্তামবুল। ষষ্ঠ স্থানে রয়েছে থাইল্যান্ডের শহর কোহ সামুই। এরপরই ঢাকার স্থান। মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস শহর রয়েছে ৮ নং স্থানে। এরপরের অবস্থানে রয়েছে স্পেনের শহর বার্সোলোনা। আর দশম স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট।