বিনোদন ডেস্ক ॥ এবার নিজের পরবর্তী অ্যালবামের প্রচ্ছদে নগ্ন হয়ে পোজ দিয়েছেন তারকা সিঙ্গার মাইলি সাইরাস। ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে একবার নগ্ন হয়েছিলেন তিনি। মাইলির নতুন অ্যালবাম ব্যানজারস এর অনলাইন সংস্করণে দেখা যাবে মাইলির নগ্ন ছবি।
র্যাংকিং বল তারকা মাইলির নতুন এই অ্যালবামে তার কয়েকটি ভঙ্গিতে পোজ দেয়া ছবি রয়েছে। আর কেউ যদি মাইলির এই অ্যালবামটি কিনতে চান তবে এখনই খোঁজ নিন কাছের কোন রিটেইল শপে।
এখন দেখা যাক প্রচ্ছদে নগ্ন ছবি দিয়ে অ্যালবামটিকে কতটা হিট করতে পারেন মাইলি।