স্পোর্টস ডেস্ক ॥ পিঠের যন্ত্রণা থেকে মুক্তি পেতে অবশেষে কাঁচির নিচে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বৃটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে। এতে মওসুমের বাকি সময়টা খেলা থেকে দূরে থাকতে হচ্ছে এবারের উইম্বলডনজয়ীকে। অনেক দিন ধরেই পিঠের চোটে ভুগছিলেন মারে। ব্যথানাশক ওষুধ নিয়েই তিনি এত দিন তা নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন। এই ব্যথার কারণে ২৬ বছর বয়সী মারে এবারের ফ্রেঞ্চ ওপেন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন।
এ সম্পর্কে মারের ম্যানেজমেন্ট কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, ‘দুই বছর ধরে পিঠের চোটে ভুগছিলেন মারে। তাই শেষ পর্যন্ত অস্ত্রোপচার করাতে হচ্ছে তাকে। আগামী সপ্তাহেই পিঠে ছোটখাটো অস্ত্রোপচার করা হবে তার।’ এ বছর বৃটিশদের ৭৭ বছরের উইম্বলডন আক্ষেপ ঘুঁচিয়ে উইম্বলডনের শিরোপা জেতেন মারে। বছরের শেষ গ্রান্ড স্লামের আসর ইউএস ওপেনের শেষ আঁটে উঠতে পারেন তিনি। কোয়ার্টার ফাইনালে তিনি স্টানিসলাস ওয়ারিঙ্কার কাছে হেরে যান। অস্ত্রোপচারের কারণে আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া থাইল্যান্ড ওপেন থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছেন অ্যান্ডি মারে।