বাংলাভূমি২৪ ডেস্ক ॥ সদ্য মিস আমেরিকা নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ২৪ বছরের নীনা দাভুলুরি। এবার তাঁকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানাতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এমনই আশা প্রকাশ করেছেন এক প্রাক্তন মার্কিন শীর্ষ কূটনীতিবিদ কার্ল ইন্ডারফোর্থ। ১৯৯৭-২০০১ পর্যন্ত ‘সাউথ এশিয়ান অ্যাফেয়ার্স’-এর সহকারি সচিব পদাধিকারী কার্ল জানিয়েছেন, “আগামী শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানিয়েছেন ওবামা। আমি আশা করছি সেখানে একই টেবিলে হাজির থাকতে পারেন নীনাও।” ভারত-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের জন্যই নীনাকে ওবামার এই আমন্ত্রণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, একদিনের সফরে শুক্রবারই আমেরিকা যাচ্ছেন মনমোহন সিংহ। আগামী ২৭ সেপ্টেম্বর ওবামা-মনমোহন বৈঠকের সম্ভবনা রয়েছে। একদিকে, মহাত্মা গাঁধীর একনিষ্ঠ ভক্ত এবং মনমোহন সিংহের গুণমুগ্ধ ওবামা বরাবরই ভারত ও ভারতীয় সংস্কৃতির প্রতি বিশেষভাবে শ্রদ্ধাশীল। হোয়াইট হাউসে প্রতি বছর পালন করেন দিওয়ালি, হোলি ও বুদ্ধপূর্ণিমা।
বর্তমানে ভারত-মার্কিন নীতির প্রধান পরামর্শদাতা হিসাবে কর্মরত কার্ল আরও জানিয়েছেন, “আমেরিকায় ভারত-মার্কিন জনগোষ্ঠীর সংখ্যা ক্রমশই বাড়ছে। নীনা ভারত-মার্কিন বংশোদ্ভুত হিসাবে প্রথম এই সম্মান পেয়েছেন। এটা সত্যিই খুব ভাল খবর। আমার মনে হয় নীনার গোটা পারফরম্যান্সটাই ছিল একটা বলিউডি ফিউশন নাচ। এটা মুগ্ধ করেছে আমেরিকানদেরও।”
অন্যদিকে, মিস আমেরিকা প্রতিযোগিতার আয়োজকরা জানিয়েছেন ইতিমধ্যেই নীনার ইন্টারভিউ করার জন্য ভারতীয় মিডিয়া থেকে প্রচুর আবেদনপত্র এসে জমা হয়েছে তাদের দফতরে। সেজন্য আগামী মাসে নীনার ভারত সফরের আয়োজন করা হতে পারে জানা গিয়েছে। মিস আমেরিকা প্রতিযোগিতার মার্কেটিং কোঅর্ডিনেটর এরিকা ফিওসো জানিয়েছেন, “ভারত থেকে আসা নীনার সাক্ষাৎকারের আবেদন আর আমরা নিতে পারছি না। এটা একটা আলাদা কাজ বলে মনে হচ্ছে। এবার এর জন্য আলাদা লোক নিতে হবে। এর আগেও মিস আমেরিকা প্রতিযোগিতা হয়েছে। তবে এভাবে বিশ্বজুড়ে মিস আমেরিকার সাক্ষাৎকারের আবেদন আসেনি। এটা এই প্রথমবার ঘটল। ভারতীয় মহিলাদের কাছে নীনা রোল মডেল হয়ে উঠেছেন। সকলেই ওর সঙ্গে কথা বলতে চায়। আমরা সকলেই ওর সাফল্যে খুব খুশি।”