স্টাফ রিপোর্টার ॥ ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে মনোনীত হয়েছেন তিন জগতের তিন উজ্জ্বল তারকা। এরা হলেন- সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, যাদুশিল্পী জুয়েল আইচ ও চিত্রনায়িকা আরিফা জামান মৌসুমী।
ইউনিসেফের জাতীয় শুভেচ্ছা দূত হিসেবে সাকিব আল হাসান, জুয়েল আইচ এবং মৌসুমী শিশুশ্রম, জন্ম নিবন্ধন, বাল্যবিয়ে, শিশুদের প্রতি সহিংসতা, শিশু ও মাতৃস্বাস্থ্য, এইচআইভি এবং বস্তিতে বসবাসরত শিশুদের সামাজিক সুরক্ষা বিষয়ে প্রচার, জনসচেতনতা তৈরি এবং উন্নয়নমুখী সামাজিক পরিবর্তনের জন্য ইউনিসেফর সঙ্গে কাজ করবেন।
মঙ্গলবার বেলা পৌনে ১১টা থেকে বেলা ১২টা সোনারগাঁ হোটেলের মেঘনায় তাদের পরিচিতি পর্বের আয়োজন করে ইউনিসেফ বাংলাদেশ শাখা।
এসময় বাংলাদেশ ইউনেসেফের প্রতিনিধি প্যাসকেল ভিলনোভ বলেন, ‘আমরা দৃঢ়বিশ্বসী যে তারা সম্মান, মেধা এবং উপস্থিতর মাধ্যমে শক্তিশালী বার্তা প্রেরণে ইউনিসেফের সঙ্গে কাজ করে যাচ্ছেন। নবনিযুক্ত এই তিনজন জাতীয় শুভেচ্ছা দূতের সবাই ২০১০ সাল থেকে এইআইভি/এইডস, অপুষ্টি এবং শিশু নির্যাতন বিষয়ে সক্রিয়ভাবে ইউসেফকে সহায়তা করবেন, যা বাংলাদেশের মানুষের হৃদয় ও মন স্পর্শ করবে।’
সাকিব আল হাসান বলেন, ‘ইউনিসেফের সঙ্গে কাজ করতে পারায় আমি অনেক খুশি। এমন একটা কাজ করার ইচ্ছা আমার র্দীঘদিন ধরে ছিল। চেষ্টা করবো দুস্থ ও অসহায় শিশুদের পাশে থেকে কাজ করার।’ সবাইকে নিজ নিজ জায়গা থেকে শিশুদের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।
চিত্রনায়িকা মৌসুমী বলেন, ‘সব শিশুকে শিক্ষার আলো দিয়ে সুন্দর জীবনের নিশ্চয়তা করতে আমাদের এগিয়ে যেতে হবে। নারীদের প্রতি সম্মান দেখালে এবং শিশুদের প্রতি সহানুভূতি দেখালে দেশেকে এগিয়ে নেয়া যাবে।’
জনপ্রিয় জাদুশিল্পী জুয়েল আইচ বলেন, ‘প্রতিটি শিশু সঠিক পুষ্টি পেলে তারা মেধাবী হয়ে উঠবে। তারাই পরর্বতীতে দেশের কল্যাণে কাজ করবে।’
উল্লেখ্য, ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে মনোনীত করা হয় বিজ্ঞান, সাহিত্য, শিল্প, বিনোদন ও খেলাধূলায় নিজ নিজ অবস্থানে প্রতিষ্ঠিত ব্যক্তিদের।