স্টাফ রিপোর্টার ॥ মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে আপিল বিভাগের ঘোষিত ফাঁসির রায় প্রত্যাখ্যান করে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির। এসময় তারা বেশ কয়েকটি গাড়ী ভাঙচুর, আগুন ও পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর জামায়াত ইসলামীর ব্যানারে কাকরাইল মোড় থেকে একটি মিছিল বের হয়। এ সময় মিছিলকারীরা যুদ্ধাপরাধ ট্রাইবুনালের বিরুদ্ধে স্লোগান দেন। মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঞা।
মিছিলকারীরা বিজয়নগর পানির পাম্প পর্যন্ত গিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ এলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় জামায়াত-শিবির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ করে ইট পাটকেল ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরন ঘটায়। এসময় পুলিশও পাল্টা টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। পরে জামায়াত-শিবির নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে চলে যায়।
এদিকে রায়ের প্রতিবাদে রাজধানীর মিরপুর মাজার রোড ও যাত্রাবাড়ীসহস বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। এসময় বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে শিবির নেতা-কর্মীরা।
তবে এসব ঘটনায় কোন হতাহত বা আটকের খবর নিশ্চিত হওয়া যায়নি।