স্টাফ রিপোর্টার ॥ এই সরকারের মেয়াদে আগামী ৪৫ দিনের মধ্যেই কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজার ট্রেনিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
একাত্তরের যুদ্ধাপরাধীর এ বিচার জাতির কলঙ্ক মোচনের ক্ষেত্রে মাইলফলক বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দেশের জনগণ এ রায়ে খুশি। তাদের প্রত্যাশা পূরণ হয়েছে। এই একটি রায়ে ৩০ লাখ শহীদের আত্মা ও তাদের স্বজনদের হৃদয় জুড়িয়েছে। মানুষ হত্যা করে কাদের মোল্লা কসাই কাদের নামে পরিচিত হয়েছেন।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বাড়িয়ে চূড়ান্ত এ রায় প্রদান করেছেন সর্বোচ্চ আদালত।
মঙ্গলবার ট্রাইব্যুনালের যাবজ্জীবন কারাদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র ও আসামিপক্ষের করা আপিলের রায়টি ঘোষণা করেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ।
বেঞ্চের অপর বিচারপতিরা হচ্ছেন, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
কাদের মোল্লার বিরুদ্ধে ৬ নম্বর অভিযোগে সপরিবারে হযরত আলী লস্করকে হত্যার দায়ে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া ৪ নম্বর অভিযোগে ঘাটারচর গণহত্যার দায়ে তার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয়েছে, যে অভিযোগ থেকে ট্রাইব্যুনাল তাকে খালাস দিয়েছিলেন।