স্টাফ রিপোর্টার ॥ চলতি জাতীয় সংসদের নবম অধিবেশনে যোগ দেওয়ার দিনক্ষণ এখনো নির্ধারণ করতে পারেনি প্রধান বিরোধীদল বিএনপি। রোববার পর্যন্ত দলটির সংসদে যাওয়া অনিশ্চিত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দলসূত্র জানায়, রোববার পর্যন্ত সংসদে যাবে না বিএনপি ও তাদের শরিক দলগুলোর সংসদ সদস্যরা।
বিএনপি’র এক সংসদ সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, মঙ্গলবার কাদের মোল্লার রায় নিয়ে বিএনপি’র প্রতিক্রিয়া দেখতে সবাই উদগ্রীব থাকবে। এই বিষয়টি এড়াতে সংসদ এড়িয়ে যেতে হবে। তাছাড়া দলের চেয়ারপারসন (খালেদা জিয়া) রংপুর ও রাজশাহী সফর শেষে ক্লান্ত। তাই মঙ্গলবার সংসদে যাচ্ছি না আমরা।
তিনি বলেন, এরপর বুধ ও বৃহঃস্পতিবার জামায়াতের টানা ৪৮ ঘণ্টা হরতাল, শুক্র ও শনিবার সরকারি ছুটি। সব মিলিয়ে রোববারের আগে সংসদে যাওয়ার সম্ভাবনা নেই।
তবে রোববারও সংসদে যাওয়া হবে কিনা আলোচনা সাপেক্ষে সে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
বিরোধীদলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকও এমনই তথ্য দেন।
মঙ্গলবার দুপুরে তিনি বলেন, আমরা সংসদে কবে যাব এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ম্যাডাম (খালেদা জিয়া) সবেমাত্র রংপুর ও রাজশাহী সফর করে ফিরেছেন। এছাড়াও কিছু বিষয় রয়েছে। তাই মঙ্গলবার সংসদে যাওয়া হবে না আমাদের। তবে কবে যাব, সেটা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে সংসদে যদি তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল সংক্রান্ত বিল আনা হয়, তাহলে যেকোনো পরিস্থিতিতে যেকোনো দিনই বিএনপি সংসদে হাজির হবে বলে জানিয়েছেন দলের নেতারা।
উল্লেখ্য, এর আগে বাজেট অধিবেশনে যোগ দেওয়ার পরে এ অধিবেশনেও যোগ দেবে বলে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিল বিএনপি। কিন্তু অধিবেশন শুরুর আগের মধ্যরাতে নাটকীয়ভাবে তারা সিদ্ধান্ত পরিবর্তন করে।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই অধিবেশনে যোগ না দিলেও খালেদা জিয়া তার জনসভা কর্মসূচিগুলো পালন করে চলেছেন।
সংসদের দ্বিতীয় ও তৃতীয় কার্যদিবস রোববার ও সোমবার তিনি যথাক্রমে রংপুর ও রাজশাহীতে জনসভা করেন।
মঙ্গলবার রাতেও খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বিজিএমইএ’র নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক রয়েছে।