বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ২০০০ নতুন উদ্যোক্তা তৈরীর প্রকল্পে সহায়তার লক্ষ্যে ডিসিসিআই এবং বিডি ভেঞ্চার লিমিটেড এর মধ্যকার সমঝোতা চুক্তি ১৬ সেপ্টেম্বর, ২০১৩ তারিখে ডিসিসিআইতে স্বাক্ষরিত হয়। ঢাকা চেম্বারের সভাপতি মোঃ সবুর খান এবং বিডি ভেঞ্চার-এর নির্বাহী পরিচালক সাখওয়াত হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।
ডিসিসিআই সভাপতি মোঃ সবুর খান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন তরান্বিতকরন এবং বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক-এর সহযোগিতায় ঢাকা চেম্বার ২০০০ নতুন উদ্যোক্তা তৈরীর উদ্যোগ গ্রহণ করেছে। তিনি এ উদ্যোগের সাথে বিডি ভেঞ্চারকে সম্পৃক্ততা হওয়ার জন্য ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করে বলেন, তরুন উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রদানে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিডি ভেঞ্চার-এর নির্বাহী পরিচালক সাখওয়াত হোসেন বলেন, বিডি ভেঞ্চার-এর পক্ষ থেকে নতুন উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রকল্পের পরিকল্পনা প্রণয়ন, দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা হবে। তিনি জানান ঢাকা চেম্বারের গৃহীত কর্মসূচী থেকে যোগ্য উদ্যোক্তাবৃন্দকে তাদের প্রকল্পে বিডি ভেঞ্চার আর্থিক সহায়তা প্রদান করবে।
ডিসিসিআই সহ-সভাপতি আবসার করিম চৌধুরী এবং পরিচালক আলহাজ্ব আব্দুস সালাম এ সময় উপস্থিত ছিলেন।