বিনোদন ডেস্ক ॥ সাইফ আলী খান-কারিনা কাপূরের দ্বন্দ্ব শুরু হলো। বিয়ের বছর পূর্তি হতে না হতেই এই দম্পতি দ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছেন বলে খবর। এই দ্বন্দ্ব ঘনীভূত হবে আসছে নভেম্বরে। কারণ ঐ মাসে তাদের দু’জনের দুই ছবি মুক্তি পাবে।
কারিনার ‘গোরি তেরি পেয়ার ম্যানে’ ও সাইফের ‘বুলেট রাজা’ নভেম্বরে মুক্তি পাবে। দর্শক তাদের এক ছবিতে পর্দায় পাচ্ছে না। তাই আলাদা আলাদা করে কার বাজার চড়াও হবে সেটাই বড় প্রতিদ্বন্দ্বিতা।
ছবি দুটিই এক সপ্তাহের ব্যবধানে মুক্তি পাবে।
তারা দু’জনেই আলাদা আলাদা করে এই ছবির প্রচারণায় নেমেছেন। তাই বলাই যায় বেশ বড় একটি ঠান্ডা প্রতিযোগীতাই হবে।