বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ফেসবুকে বেড়েই চলেছে ফেক একাউন্ট। বাংলাদেশে বর্তমানে মোট ৫৬ লক্ষ ফেসবুক ব্যবহারকারীর মধ্যে ১১ লাখই ভুয়া।
তথ্য ও যোগাযোগ খাতে গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এ তথ্য জানিয়েছে।
ভুয়া আইডি দিয়ে প্রতারণার বিষয়টি এখন এমন এক স্তরে পৌঁছেছে যে ভুক্তভোগীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) দ্বারস্থ হচ্ছেন।
গত বছরেরে বার্ষিক হিসাব মতে, ফেসবুকের মোট আইডির শতকরা ৭ ভাগ অর্থাৎ ৭ কোটি ৬০ লক্ষ একাউন্ট ভুয়া। ফেসবুক কোম্পানি ৩ ধরণের ভুয়া আইডি সনাক্ত করেছে তার মধ্যে একটি হল ডুপ্লিকেট একাউন্ট, অশ্রেণিভুক্ত একাউন্ট এবং অবাঞ্ছিত একাউন্ট- এই তথ্য প্রকাশ করেন ইউএস সিকিউরিটি এবং একচেঞ্জ কমিশন যা এ বছরের জানুয়ারি মাসে প্রকাশিত হয়।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১ জানুয়ারিতে বাংলাদেশে ফেসবুকের ব্যবহারকারী ছিল ৩৩ লাখ ৫২ হাজার ৬৮০ জন। এ হিসাব অনুযায়ী গত দুই মাসের ধারা অব্যাহত থাকলে আগামী ৪ মাসে এই সংখ্যা ৮০ লাখে পৌঁছাবে।