বাংলাভূমি২৪ ডেস্ক ॥ মানবাধিকার বিষয়ক সংগঠন অধিকার-এর সম্পাদক আদিলুর রহমানকে মুক্তি দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার বিষয়ক সংগঠনগুলোর একটি জোট। এ বিষয়ে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠিও লিখেছে গতকাল। এ খবর দিয়েছে মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। এতে বলা হয়েছে, বাংলাদেশে মানবাধিকারের পক্ষে কাজ করা অধিক সুপরিচিত সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানকে গ্রেপ্তার করা হয় গত ১০ই আগস্ট। হিউম্যান রাইটস ওয়াচ প্রধানমন্ত্রীর প্রতি চিঠিতে লিখেছে- বিচারবর্হির্ভূত হত্যাকাণ্ড, গুম, নির্যাতন, মুক্ত মত প্রকাশের, সভা-সমাবেশ করার অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছে অধিকার ও আদিলুর রহমান খান। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে আপনার নিজের দল আওয়ামী লীগের সদস্যদের যখন হয়রান করা হয়েছিল তখনও এ সংস্থা ও আদিলুর রহমান কথা বলেছেন। এটা দুঃখজনক ও বক্রাঘাতমূলক যে, এখন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রামাণ্য আকারে উপস্থাপন করতে যাওয়ায় সেই আদিলুর রহমান খানকেই আপনার সরকার বিচার করছে।