বুধবার থেকে অনলাইনে মেডিকেলে ভর্তি আবেদন

স্টাফ রিপোর্টার ॥ মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে বুধবার থেকে অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টায় শুরু হয়ে ১৮ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আগামী ৪ অক্টোবর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগের নিয়ম অনুযায়ী এবারও ভর্তি পরীক্ষা হবে। পরীক্ষা পদ্ধতিতেও কোনো পরিবর্তন আসছে না। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে যেসব শিক্ষার্থী জিপিএ ৮ পেয়েছেন, তারাই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫ এর কম পাওয়া শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না।

সব উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ৭ থাকতে হবে। এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩ এর কম হলে তারা আবেদন করতে পারবেন না। এ ছাড়া এইচএসসি ও সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৩.৫ থাকতে হবে।

অনলাইন ফরম পূরণের নিয়মাবলি ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইট (যঃঃঢ়://ফমযং.ঃবষবঃধষশ.পড়স.নফ) অথবা স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট (িি.িফমযং.মড়া.নফ) থেকে জানা যাবে।

আবেদনকারী শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, জেলা কোটার জন্য স্থানীয় সিটি করপোরেশন মেয়র/পৌরসভা চেয়ারম্যান/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ ওয়ার্ড কমিশনার প্রদত্ত সনদপত্র, দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে সার্কেল চিফ ও জেলা প্রশাসকের সনদ এবং অ-উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে সার্কেল চিফ বা জেলা প্রশাসকের প্রদত্ত সনদপত্র এবং অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে গোত্রপ্রধান ও সংশ্লিষ্ট ডেপুটি কমিশনারের সনদপত্র, মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে সনদপত্র আবেদনপত্রের সঙ্গে দিতে হবে।

দেশের ২২টি সরকারি মেডিক্যাল কলেজে আসন সংখ্যা দুই হাজার ৮১১। আর ৫৩টি বেসরকারি মেডিক্যাল কলেজে আসন চার হাজার ২৪৫টি। এ ছাড়া নয়টি সরকারি ডেন্টাল কলেজ ও মেডিক্যাল কলেজগুলোর ডেন্টাল বিভাগে আসন সংখ্যা ৫৬৭।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫