স্টাফ রিপোর্টার ॥ গুরুতর অসুস্থ প্রবীণ অভিনেতা আনোয়ার হোসেনের চিকিৎসায় এক লাখ টাকা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার আনোয়ার হোসেনকে দেখতে গিয়ে খালেদার পে নগদ অর্থ সহায়তা দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুরে রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালে তাকে দেখতে যান মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য সায়রুল কবির খান এ কথা জানিয়ে বলেন, ‘মির্জা ফখরুল তার শয্যাপাশে কিছু সময় কাটান এবং তার শারীরিক খোঁজখবর নেন, তার দ্রুত স্স্থুতা কামনা করেন।’এসময় আনোয়ার হোসেনের হাতে নগদ এক লাখ টাকা তুলে দেয়া হয়।
এদিকে গত ১৯ আগস্ট গুরুতর অসুস্থ অবস্থায় আনোয়ার হোসেনকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ১৩২৫ নম্বর কেবিনে মেডিসিন বিশেষজ্ঞ মির্জা নাজিম উদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন এই প্রবীণ অভিনেতা।
মির্জা ফখরুলের সঙ্গে এসময় আরো উপস্থিত ছিলেন গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, চলচ্চিত্র ব্যক্তিত্ব চাষী নজরুর ইসলাম, জাসাস সভাপতি আবদুল মালেক, সাধারণ সম্পাদক মনির খান, নায়ক উজ্জল ও হেলাল খান প্রমুখ।