স্টাফ রিপোর্টার ॥ নয়া দিল্লির দেয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় ুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ভারতকে মনে রাখতে হবে, আমাদেরকেও আমাদের জনগণের কাছে জবাবদিহি করতে হয়। বন্ধুত্ব ওয়ান সাইডেড হয় না।’
বুধবার রাজধানীর পলাশী মোড়ে জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ কথা বলেন। ভারতের ডেপুটি হাইকমিশনার সন্দ্বীপ চক্রবর্তীর সামনেই তিনি এ ােভ প্রকাশ করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ভারতের প্রতি বন্ধুত্বের উদার হাত প্রসারিত করেছে। ভারতের কাছ থেকেও আমরা সৎ প্রতিবেশীমূলক আচরণ আশা করবো। এপার বাংলা-ওপার বাংলা বলে যখন আমরা শান্তি পাই, সাবেক পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা বলে যখন আমরা অনুপ্রেরণা লাভ করি তখন পশ্চিম বাংলার এই আচরণ প্রত্যাশিত নয়।’
তিস্তা ও সীমান্ত চুক্তি না হওয়ায় ােভ প্রকাশ করে যোগাযোগমন্ত্রী বলেন, ‘হিন্দীভাষী অঞ্চল থেকে এই বাধা এলে আমরা এভাবে ব্যথা পেতাম না। কিন্তু আমাদের নায্য হিস্যা আদায়ের এই বাধা এসেছে বাংলাভাষী অঞ্চল থেকে। আপনি (মমতা) মা মাটি ও মানুষের নেত্রী বলে দাবি করেন। তাই আশা করবো, অগণিত বাঙালির চাওয়া বুঝিয়ে দেয়ার ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে সহযোগিতা করবেন।’
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের হিন্দুদের আমরা সংখ্যালঘু হিসেবে দেখি না। তাদের সব দাবি পূরণের চেষ্টা করি। কিন্তু ভারতের মুসলমানদের সেভাবে দেখা হয় না।’
জন্মাষ্টমী শোভাযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাচ্চু দেব দাশ। অনুষ্ঠানের পর বিশাল একটি শোভাযাত্রা বের হয়। ঢাক-ঢোল পিটিয়ে শ্রীকৃষ্ণের ভক্তরা পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত ওই শোভাযাত্রায় অংশ নেয়।