দেবের গাঁধী-গিরি

বিনোদন ডেস্ক ॥ বিবেকানন্দের পর টলি-তারকা দেব এখন গাঁধী! তা বিবেকানন্দ যে তিনি স্বেচ্ছায় হননি, তা তো জানেনই। তবে গাঁধী হওয়ার সিদ্ধান্তটা কিন্তু তার সম্পূর্ণ নিজের।

দেব-ঘনিষ্ঠরা জানাচ্ছেন, ইদানিং নাকি স্বয়ং গাঁধীজি এসে ভর করেছেন ছেলের মাথায়! আর গাঁধী ভর করলে যা হয়! অহিংসাকেই তাই জীবনের মূল-মন্ত্র করে ফেলেছেন তিনি। তা কী এমন ঘটল বলুন তো, যাতে কিনা একেবারে গাঁধী-গিরি শুরু করে দিলেন দেব?

দেবের মতে, জীবনে নাকি অনেক যুদ্ধ দেখেছেন তিনি। সত্যিই তো! সাইবার-যুদ্ধ থেকে শুরু করে গৃহ-যুদ্ধ, এসবের মধ্যে দিয়েই তো অ্যাদ্দিন চলতে হচ্ছিল ‘খোকাবাবু’-কে। তাই ‘যুদ্ধ-বিদ্ধস্ত’ দেব, এখন একেবারেই শান্তি-কামী হয়ে উঠেছেন। তর্কাতর্কিতে আর তিনি যাচ্ছেন না মোটেও!

যদিও কিছু মাস আগেও ছবিটা কিন্তু একেবারেই আলাদা ছিল। আলাদা হবে নাই না কেন? জিৎ ভক্তরা যে তাঁর পেছনে লেগেছিলেন খুউব! ফেসবুক, ট্যুইটারে তো দেবের সম্পর্কে এক্কেবারে যা নয় তাই গালিগালাজ লিখে ভরিয়ে দিচ্ছিলেন এই জিৎ-প্রেমীরা। ছাগলু-টাগলু আরও কত কীই না তাঁরা বলে বেড়াচ্ছিলেন দেব সম্পর্কে!

এছাড়া দেব নিজেই খোঁজ-তল্লাশি করে নাকি এও জানতে পেরেছিলেন যে, জিৎ ভক্তদের এসব করার পেছনে রয়েছেন খোদ জিৎ! আর ‘বস’-এর মদতপুষ্ট হয়েই তো এহেন দস্যিপনা চালাচ্ছিল তাঁর দল-বল। নানা ধরনের কুৎসিত মন্তব্যও নাকি চলেছে দিনের পর দিন দেবের বিরুদ্ধে! ব্যস! সহ্যের বাঁধ ভেঙে গেল নায়কের।

এসব দেখে বাজে ভাবে রিয়্যাক্টও করে ফেলেন দেব। ‘বহু দিন ধরেই তো এসব দেখে যাচ্ছি! আর সহ্য করব না’, বলে রীতিমতো হুঙ্কার ছেড়েছিলেন খোকাবাবু। দীর্ঘদিন ধরে এই নিয়ে অশান্তিতেও নাকি ভুগছিলেন নায়ক। আর এই অশান্তির আগুনে যথারীতি ঘি ঢেলেছিলেন দেবের প্রাক্তন প্রেমিকা শুভশ্রী!

ইদানিং জিৎ ফ্যান ক্লাবের নবতমা সদস্যাটি যে এই শুভশ্রীই! তাই দেবের পরান জ্বালাতে তাঁর সম্পর্কে কটূক্তি করে, জিৎ-ভক্তদের দল ভারী করতে উঠে পরে লেগেছিলেন মেয়ে। ‘জিৎ-দা দারুন উইটি’ আর দেব হল গিয়ে গোমড়া-মুখ! সেন্স অফ হিউমার বলে নাকি কিস্যু নেই দেবের, বলে বেড়াচ্ছিলেন কন্যে। খুব স্বাভাবিকভাবেই এতেও রিয়্যাক্ট করে বসেছিলেন দেব।

তবে আর না! শত্তুরের কটূ কথার আর একটিরও জবাব দেবেন না বলে ইদানিং ঠিক করে ফেলেছেন দেব। বরং শত্রুদের সঙ্গে আরও মধুর ব্যবহারই নাকি করবেন তিনি। আর সেই থেকেই তাঁর মাথায় ভর করেছেন বাপুজি! ‘হিংসায় হিংসা বাড়ে’ হালে এমন কথাই শোনা তো যাচ্ছে দেবের মুখে!

তাই নিজের সম্পর্কে বাজে কথা শুনেও মুন্না ভাইয়ের মতো হাসি মুখেই থাকতে দেখা যাচ্ছে তাঁকে। আর তাঁর এই গাঁধী-গিরিই নাকি ‘অসভ্য পোলা-পানের’ মুখে একেবারে ঝামা ঘষে দেবে, সাফ জানিয়ে দিলেন দেব।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫