কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকা থেকে আজ পরিবহনে চাঁদাবাজির সময় রুহুল আমিন, আতাউর রহমান, সৈয়দ আলী ও বাদশা মিয়া নামের ৪ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত রুহুল আমিন কালিয়াকৈর উপজেলার বড়চালা গ্রামের রুস্তম আলীর ছেলে আতাউর রহমান, ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আলীগাও গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে সৈয়দ আলী, নীলফামারী সদর উপজেলার দুহলুবী গ্রামের আতিয়ার রহমানের ছেলে ও বাদশা মিয়া, টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার পাইকপাড়া গ্রামের চান খাঁর ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে চন্দ্রা বাসষ্ট্যান্ড এলাকায় পরিবহন থেকে চাঁদা আদায় করে আসছিল। ওইদিন বেলা ১১ টার দিকে গ্রেপ্তারকৃতরা চন্দ্রা এলাকায় পরিবহন থেকে চাঁদা আদায় করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ চন্দ্রা বাসষ্ট্যান্ড এলাকায় গিয়ে পরিবহনে চাঁদাবাজী করার অভিযোগে তাদের গ্রেপ্তার করে।
এ ব্যাপারে কালিয়াকৈর থানার সহকারী উপ-পরিদর্শক(এ এস আই) কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।