বিনোদন ডেস্ক ॥ ধুম-৩ ছবিতে ভক্তদের মাতিয়ে তোলার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তিনি তার খাদ্যাভাস এ যথেষ্ট সংযত করেছেন বলে শোনা যাচ্ছে।
আর কেনই বা করবেন না? ধুম-৩ তে তার বিপরীতে অভিনয় করছেন বলিউডে ‘মি. পারফেক্টশনিষ্ট’ খ্যাত আমির খান।
ক্যাটরিনা ছবিটির জন্য কঠিন ডায়েট অনুসরণ করছেন। তিনি প্রতিদিন হাটতে বেরুচ্ছেন এবং স্বাস্থ্যের প্রতি সঠিক যতœ নিচ্ছেন।
তিনি মার্শাল আট ও পার্কোর (এক ধরণের সামরিক প্রশিণ) প্রশিণ নিচ্ছেন বলে শোনা যাচ্ছে। এমনকি খাবারগুলো তার জন্য সঠিক কিনা তাও যাচাই করে নিচ্ছেন।
অবশ্য বিপাশা বসু আর ঐশ্বরিয়া রায় বচ্চনের সঙ্গে তুলনাই গেলে এটুকুতো তাকে করতেই হবে। কারণ এর আগের সিরিজে অর্থাৎ ধুম-২ তে তারা দুইজন ছিলেন।
দেখা যাক এই বার্বি সুন্দরী ক্যাট তার চরিত্রের জন্য নিজকে কতটুকু তৈরি করতে পারে? সূত্র: টাইমস অব ইন্ডিয়া।