স্টাফ রিপোর্টার ॥ বিশ্বব্যাংকের সফররত নির্বাহী পরিচালকের সঙ্গে আজ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী। দেশের উন্নয়নে সাতখাতে বিশ্বব্যাংকের সহায়তা চাওয়া হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সফররত বিশ্বব্যাংকের দণি এশীয়বিষয়ক পরিচালক এমএন প্রসাদের সঙ্গে ওই বৈঠক হওয়ার কথা রয়েছে ।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সূত্র জানায়, বৈঠকে বিশ্বব্যাংকের কাছে প্রধানমন্ত্রীর প থেকে সাতটি খাতে বিনিয়োগ ও সহযোগিতা চাওয়া হবে । এর অন্যতম অবকাঠামো খাত। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি, রেলওয়ে, নৌ পরিবহন, স্বাস্থ্য ও শিা। এছাড়া দারিদ্র্য নিরসন, তথ্যপ্রযুক্তি (আইসিটি) ও কমিউনিকেশন টেকনোলজি, কৃষি ও গ্রামোন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, নারীর মতায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তার বিষয়ে আলোচনা করবে বিশ্বব্যাংক।
এদিকে বিশ্বব্যাংক সুত্র জানায়, চলতি বছরে ১০টি গুরুত্বপূর্ণ প্রকল্পে ১৯৩ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি। এছাড়া ২০১৪ সালেও সাতটি প্রকল্পে আরো ১১৯ কোটি ডলার প্রতিশ্রুতি পাবে বলে আশা করা যাচ্ছে। সংস্থাটির প থেকে প্রাপ্ত ঋণ অন্য দাতা সংস্থার তুলনায় সহজ শর্তের হয়ে থাকে। বিশ্বব্যাংক তার সহযোগী সংস্থা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) মাধ্যমে সহজ শর্তে এই ঋণ দিয়ে থাকে।
এ ঋণের জন্য বিশ্বব্যাংককে দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ দিতে হয়। এ ঋণ ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ৪০ বছরে পরিশোধ করতে হবে। বিশ্বব্যাংক বাংলাদেশের একটি অন্যতম ঋণদাতা প্রতিষ্ঠান। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন েেত্র আইডিএর মাধ্যমে মোট ১ হাজার ৫০০ কোটি ডলার ঋণ দিয়েছে।