জেলা প্রতিনিধি, শেরপুর ॥ শেরপুর সীমান্তের ওপারে গণপিটুনিতে ২ বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
ভারতীয় গ্রামে ঢুকে পড়ার পর সোমবার রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঝিনাইগাতীর সীমান্তবর্তী রাংটিয়া গ্রামের কান্ত কোচের ছেলে হেমন্ত কোচ (২০) এবং প্রেমানন্দ কোচের ছেলে শীতল কোচ (২১)।
মঙ্গলবার রাতে বিজিবি সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, ঝিনাইগাতী উপজেলার সীমান্ত দিয়ে ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার বারাঙ্গাপাড়া থানার চিচিঙ্গাপাড়া এলাকায় ঢুকে পড়েছিলেন তারা। এ সময় স্থানীয়রা তাদের চোর ভেবে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী বিজিবির নকশি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল কুদ্দুছ বলেন, ‘ভারতীয় গ্রামে ঢুকে পড়ার পর চোর সন্দেহে স্থানীয়দের মারধরে তারা নিহত হয়েছেন।
দুই বাংলাদেশি যুবকের লাশ বর্তমানে বারাঙ্গাপাড়া থানায় রয়েছে।
সুবেদার কুদ্দুছ বলেন, সোমবার রাতে ওই দুজনসহ রাংটিয়া গ্রামের ৫ যুবক সীমানা অতিক্রম করে মেঘালয়ে গিয়েছিল। ভারতীয়দের তাড়া খেয়ে তিনজন সীমানা পেরিয়ে ফিরতে পারলেও বাকি দুজন ধরা পড়ে যান।
পালিয়ে ফিরে এসেছেন রাংটিয়া গ্রামের জয়ন্ত কোচের ছেলে সুশান্ত কোচ (১৯), চেছিন কোচের ছেলে বিশ্বনাথ কোচ (২১) ও ওয়ারলেছ কোচের ছেলে মাধব কোচ (২০)।
ফিরতে পারলেও তারা গ্রেপ্তারের আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন বলে জানিয়েছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলাল উদ্দিন তরফদার।
নিহতদের লাশ হস্তান্তরের বিষয়ে বিজিবির পক্ষ থেকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি।