বাংলাভূমি২৪ ডেস্ক ॥ নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি মসজিদে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে কমপে ৪৪ জন মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৬ জন। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। বর্নো প্রদেশের কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন। ধারণা করা হচ্ছে, বন্দুকধারীরা কট্টরপন্থি সংগঠন বোকো হারামের সদস্য। রোববার ভোরে মুসল্লিরা ফজরের নামাজ আদায় করার সময় এ নৃশংস হত্যাযজ্ঞের ঘটনা ঘটে। রাজধানী মাইদুগিরি থেকে ২২ মাইল দূরে অবস্থিত কনডুগা শহরতলিতে এ হামলার ঘটনা ঘটে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথন মে মাসে উত্তর-পূর্বাঞ্চলীয় ৩টি প্রদেশে জরুরি অবস্থা জারি করেছিলেন। দেশটির সরকার উৎখাতে তৎপর বোকো হারাম। অস্থিতিশীল পরিবেশ তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলতে সক্রিয় এ কট্টরপন্থি সংগঠনটির সদস্যরা বলে মন্তব্য করেন কর্মকর্তারা।