স্পোর্টস ডেস্ক ॥ চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশাজনক পারফরমেন্স করেছেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। তাদের ফর্ম ফিরিয়ে আনতে বোর্ডের কাছে ব্যাটিং কোচের দায়িত্ব নেওয়ার প্রস্তাব পেয়েছেন সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। বেশ কয়েকটি রিপোর্টে এমন খবর প্রকাশিত হলেও এর কোনো ভিত্তি নেই জানালেন দেশের সাবেক ব্যাটিং তারকা।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে এনিয়ে কোনো কথাই হয়নি জানালেন ইনজামাম,‘ব্যাটিং কোচের দায়িত্ব নিয়ে এখন পর্যন্ত পিসিবির কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। অনেকেই আমাকে এনিয়ে জিজ্ঞাসা করছে। সত্যি হচ্ছে পিসিবির কারো সঙ্গে কথাবার্তা হয়নি।’
গত ডিসেম্বরে জাতীয় দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নেন ইনজামাম। খেলোয়াড়দের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলতে ভারত সফরেও যান তিনি। তবে বোর্ডের সঙ্গে মতবিরোধ হওয়ায় পরে দক্ষিণ আফ্রিকা সফরের আগে সরে দাঁড়ান ইনজামাম।
জাতীয় দলে একজন দক্ষ ব্যাটিং কোচ বা পরামর্শকের জরুরী দরকার জানালেন সাবেক এই অধিনায়ক,‘আন্তর্জাতিক ম্যাচে চাপের মধ্যেও খেলার অনেক অভিজ্ঞতা আছে এবং পাকিস্তানের ক্রিকেটে শ্রদ্ধেয় এমন কাউকেই ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া উচিত।’