চবি প্রতিনিধি ॥ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক ছাত্রলীগকর্মীকে বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বহিস্কৃত ছাত্রলীগ কর্মীর নাম মুন রোজারিও ওরফে মাসুম। অভিযুক্ত আরেক যুবক মো. আলীকে বিশ্ববিদ্যালয়ে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে শৃঙ্খলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
মাসুম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগের দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ সভাপতি মামুনুল হকের অনুসারী এবং আলী বিশ্ববিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারী ফরিদ উদ্দিনের ছেলে।
ছাত্রলীগকর্মী মুন রোজারিও ও বহিরাগত মো. আলী ২০ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিএনজি অটোরিকশাযোগে হলে ফেরার সময় এক ছাত্রীকে লাঞ্ছিত করে। এ ঘটনায় ২০ মে মো. আলীকে এবং ২২ মে মাসুমকে পুলিশ আটক করে। বর্তমানে দুজনেই নারী নির্যাতন মামলায় জেল হাজতে রয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর সিরাজ উদদৌল্লাহ বলেন, “ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে সমাজ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র মাসুমকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে এবং অভিযুক্ত মো. আলীকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে আলীর পরিবারকে লিখিতভাবে জানানো হবে।”