স্টাফ রিপোর্টার ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২ থেকে ১৫ আগস্ট পর্যন্ত জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও জাতীয় শোক দিবস উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একাডেমিক কার্যক্রম ২ আগস্ট থেকে বন্ধ হয়ে গেলেও প্রশাসনিক কাজ চলবে ৬ আগস্ট পর্যন্ত। ছুটির মধ্যে জরুরি কাজ করার জন্য স্বল্পসংখ্যক লোকবল বিশ্ববিদ্যালয়ে থাকবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে জন্মাষ্টমী উপলক্ষে ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয় বন্ধেরও ঘোষণা দেয়া হয়।
সেই সঙ্গে শোক দিবসের বিভিন্ন কর্মসূচি পরবর্তীতে ঘোষণার কথাও বলা হয় বিজ্ঞপ্তিতে।