সিলেট প্রতিনিধি ॥ সিলেটের সুবিদবাজার এলাকায় ছাত্রলীগ কর্মীদের হামলায় এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। তার নাম মিজান। সে স্থানীয় আম্বরখানা স্কুলের ছাত্র। প্রত্যদর্শীরা জানান, রাত সাড়ে আটটায় পূর্ব শত্রুতার জের ধরে সুবিদবাজার এলাকায় মিজানকে কুপিয়ে আহত করে ছাত্রলীগের আপ্তাব গ্রুপের কর্মীরা। স্থানীয় লোকজন মিজানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। রাত সাড়ে নয়টায় সেখানে তার মৃত্যু হয়।