স্টাফ রিপোর্টার ॥ বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানসহ তিনজনের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন সরকার দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনি।
শনিবার দিনগত রাত সাড়ে আটটায় শাহবাগ থানায় গোলাম মাওলা রনি বাদী হয়ে এই মামলা করেন।
মামলায় যে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন-সালমান এফ রহমান, ইমাতিয়াজ মমিন ও মহসিন মুকুল।
এর আগে বেসরকারি টেলিভিশন ইন্ডিপেন্ডেন্ট’র দুই সাংবাদিককে মারধরের ঘটনায় গোলাম মাওলা রনির বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করে টিভি কর্তৃপ।
শনিবার বিকেলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সহকারী ব্যবস্থাপক ইউনুছ আলী রনিসহ অজ্ঞাতপরিচয় ২০/২৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
মামলায় হত্যাচেষ্টা, ভাঙচুর ও মারধরের অভিযোগ আনা হয়।
হামলার শিকার ইমতিয়াজ মোমিন সনি জানান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অপরাধ বিষয়ক সাপ্তাহিক অনুসন্ধানী অনুষ্ঠান ‘তালাশ’ টিম খবর পায় পটুয়াখালীর এক সরকারি কর্মকর্তা ঘুষের দুই কোটি টাকা নিয়ে সংসদ সদস্য রনির অফিসে আসবেন। তোপখানা রোডের মেহেরবা প্লাজায় তার ব্যবসায়িক অফিস। খবর পেয়ে তিনি ও ক্যামেরাম্যান বকুল ছুটে যান রনির অফিসে।
সনি জানান, শনিবার বেলা পৌনে একটার দিকে তারা ওই অফিসে পৌঁছার কয়েক মিনিটের মধ্যেই রনি ইমতিয়াজের চুল টেনে ধরে মারধর শুরু করেন। এরই একপর্যায়ে ইমতিয়াজের হাতে থাকা ব্যুম কেড়ে নিয়ে সজোরে তার শরীরে আঘাত করেন রনি। ক্যামেরাম্যান মহসিন বকুল এই দৃশ্যধারণ করছিলেন। এ সময় টেলিভিশনের ক্যামেরা কেড়ে নিয়ে আছড়ে ভেঙে ফেলেন।
এদিকে সংসদ সদস্য গোলাম মাওলা রনির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনে মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম।