স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: জনগণের চাওয়ার প্রতিফলন ঘটাবে রাষ্ট্র এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সমন্বয়ক ও রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।
শনিবার সকালে গণজাগরণ মঞ্চের প্রতিনিধিদল অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে গোলাম আযমের রায়ের ব্যাপারে আনুষ্ঠানিক আপত্তি জানাতে গেলে তিনি এ মন্তব্য করেন।পাশাপাশি এ রায়ের বিরুদ্ধে আপিলের বিষয়টি বিবেচনাধীন বলেও জানান।
এম কে রহমান বলেন, গণজাগরণমঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ ১২/১৫ জনের একটি প্রতিনিধি দল অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এসে দাবি জানান, যেহেতু গোলাম আযমের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত হয়েছে। এবং তার শাস্তি মৃত্যুদণ্ডের সমান। তাই আপিল করে এ সবোর্চচ শাস্তি নিশ্চিত করতে হবে।
জবাবে আমরা বলেছি, আপিলের বিষয়টি আমাদের সক্রিয় বিবেচনায় রয়েছে। রায়ের কপি পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, গত সোমবার জামায়াতের সাবেক আমীর গোলাম আযমকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ৯০ বছর কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যূনাল-১।
গোলাম আযমের রায়ের বিরুদ্ধে সরকার পক্ষের আপিল করার দাবিতে গত শুক্রবার গনজাগরণ মঞ্চ শাহবাগে সমাবেশ করে। এছাড়া ২৭ ও ২৮ জুলাই “ইতিহাসের পোট্রেয়েট” শিরোনামে মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শন করবে গণজাগরণ মঞ্চ।