লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্র“পের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত-১০

লক্ষ্মীপুর প্রতিনিধি ॥ লক্ষ্মীপুরের মীরগঞ্জ বাজারে বিএনপির দুগ্র“পের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় ৮জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের আজ শনিবার সকালে লক্ষ্মীপুর সদর হাসাপতাল ও শহরের উপশম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত মোরশেদ আলম ও ফয়সালকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হলো খোরশেদ আলম, প্রবাসী নুর আলম বাবু, মো. কামাল উদ্দিন, মো. সোহাগ,মো. জসিমসহ ১০ জন। ঘটনাটি ঘটেছে আজ শনিবার মধ্য রাতে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রায়পুর উপজেলার মীরগঞ্জ বাজারে কেরোয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি বেলাল মিশরীর কয়েক সহযোগী ওই বাজার এলাকায় এক মেয়েকে উত্ত্যক্ত করে। এর প্রতিবাদ করে স্থানীয় যুবদল কর্মী সোহাগ হোসেন ও তার লোকজন। এনিয়ে রাত ১২টার দিকে দুই গ্র“পের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম সরকার ও জহিরুল আলম বাচ্চুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে ঘন্টাব্যাপী দুই গ্র“পের মধ্যে গোলাগুলি হয়। এসময় ৮ জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম চৌধুরী বলেন, নারী সংক্রান্ত ঘটনায় বিএনপির দুই গ্র“পের মাঝে গোলাগুলি হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫