এরশাদের ইফতারে একত্রিত হলেন আ. লীগ-বিএনপির নেতারা

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ইফতারে অংশ নিতে আওয়ামী লীগ, বিএনপি ও বিভিন্ন দলের নেতাদের ব্যাপক সমাগম ঘটেছে। গতকাল শুক্রবার গুলশানের হোটেল ওয়েস্টিনে জাতীয় পার্টির ইফতারে বিভিন্ন দেশের কূটনীতিক, শীর্ষ রাজনীতিক, বুদ্ধিজীবী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীরা সমবেত হয়। জাতীয় পার্টির গতকাল ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও আমন্ত্রিত থাকলেও তারা যোগ দেননি।

মহাজোটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ ও সংসদের চিফ হুইফ উপাধ্যক্ষ আবদুস শহীদ প্রমুখ।

বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার ও ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান প্রমুখ।

এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের উপস্থিত ছিলেন- বিকল্পধারার মহাসচিব মেজর মান্নান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। আর সিনিয়র সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ইন্ডিপেন্ডেট সম্পাদক মাহবুবুল আলম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও যুগান্তর সম্পাদক সালমা ইসলামসহ অনেকে।

জাতীয় পার্টির শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- দলের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য বেগম রওশন এরশাদ এমপি, সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, বাণিজ্যমন্ত্রী জিএম কাদের, দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, মোস্তফা জামাল হায়দার, সৈয়দ আবদুল মান্নান এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু এমপি, সোহেল রানা, নূর -ই-হাসনা লিলি চৌধুরী, এস এম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, সুনীল শুভরায় ও মেজর (অব.) খালেদ আখতার প্রমুখ। কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ইফতার মাহফিল শুরু হয়। সবাইকে শুভেচ্ছা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫