স্টাফ রিপোর্টার ॥ রাজনৈতিক অস্থিতিশীলতায় ক্লাস না হওয়ার ক্ষতি পুষিয়ে নিতে রোজা ও ঈদের ছুটি কমানোর ঘোষণা দিলেও শিক্ষক ও অভিভাবকদের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় সেই সিদ্ধান্ত থেকে পিছু হটেছে সরকার। ফলে ১৪ জুলাই থেকে ছুটি শুরু হবে বলে বৃহস্পতিবার অফিস আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি ২৭ জুলাই থেকে ছুটি শুরু হওয়ার যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে। পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজগুলোতে রোজা, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি হবে ১৪ জুলাই থেকে ১২ অগাস্ট পর্যন্ত।
বর্ষপঞ্জি অনুযায়ী, এই ছুটি ছিল ১১ জুলাই থেকে ১২ অগাস্ট পর্যন্ত। কিন্তু হরতালসহ নানা রাজনৈতিক কর্মসূচির কারণে চলতি বছরের শুরু থেকে অনেক দিন ক্লাস হয়নি। হরতালের কারণে এসএসসি ও এইচএসসির বেশ কয়েকটি পরীক্ষাও পেছাতে হয়। এই ক্ষতি পোষাতে রোজা ও ঈদের ছুটি ১৭ দিন কমানোর সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। এতে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যায়। বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ১৪ জুলাইয়ের মধ্যে ছুটি কমানোর সিদ্ধান্ত বাতিল না করলে ১৫ জুলাই থেকে প্রতিবাদ কর্মসূচির ঘোষণাও দেয়। এরই প্রেক্ষিতে আগের সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।
১৩ জুলাই কর্মবিরতি : ৯ জুলাইয়ের আদেশ ১১ তারিখে বাতিল করে শিক্ষামন্ত্রী শিক্ষকদের আন্দোলনকে বিভ্রান্ত করেছেন অভিযোগ তুলে ১৩ জুলাই কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন সংগঠনটির নেতারা।