স্টাফ রিপোর্টার ॥ বিসিএসসহ সব সরকারি চাকরিতে কোটা প্রদ্ধতি বাতিলের দাবিতে শাহবাগে আন্দোলনরত শিার্থীদের ওপর পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে। এতে আন্দোলনকারী ২০ শিার্থী আহত হয়েছেন। বন্ধ করে দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সব পথ।
বৃহস্পতিবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যদর্শীরা জানান, সব সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনরত শিার্থীরা সকাল ১১টার দিকে শাহবাগে এসে জড়ো হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিচার্জ করে। এসময় উভয় পরে মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে শিার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও কেন্দ্রীয় মসজিদসহ আশপাশের এলাকায় অবস্থান নেয়।
এক পর্যায়ে ছাত্রলীগ ক্যাম্পাসে শিবিরবিরোধী মিছিল বের করে। মিছিল থেকে কোটাবিরোধী আন্দোলনকারীদের শিবির-ছাত্রদল আখ্যা দিয়ে তাদের ওপর হামলা করে। হামলায় ২০ শিার্থী আহত হন।
এদিকে, ছাত্রলীগের পাশাপাশি পুলিশও ক্যাম্পাসে ঢুকে আন্দোলনকারীদের ওপর ব্যাপক ধরপাকড় শুরু করেছে। দফায় দফায় লাঠিচার্জ ও টিয়ার শেল নিপে করছে। পুলিশ বেশ কয়েকজন শিার্থীকে আটক করেছে।
পুলিশ ও ছাত্রলীগের মারমুখী অবস্থানে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের এলাকায় আশ্রয় নিয়েছে। ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।