ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ॥ নোয়াখালী: ‘কৈশোরের গর্ভধারণ, মাতৃমৃত্যুর অন্যতম কারণ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নোয়াখালীতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ও ডিএইচএসএস প্রকল্প, সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদণি করে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম।
পরে বিআরডিবি ট্রেনিং সেন্টারে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক আমির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পরিতোষ হাজরা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. আবদুর রশিদ মোল্লা, সেভ দ্য চিলড্রেনের জেলার প্রধান সমন্বয়কারী সালা উদ্দিন, কো-অর্ডিনেটর ডা. মো. জাহাঙ্গীর প্রমুখ।
র্যালি ও আলোচনা অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশগ্রহণ করে।