ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ সম্প্রতি দেশে অনুষ্ঠিত পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে গণরায় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার ঠাকুরগাঁওয়ে বন্যায় দূর্গতদের ত্রাণ বিতরণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, সরকার গাজীপুরে কারচুপির মাধ্যমে নির্বাচনের ফল পাল্টে দেয়ার ষড়যন্ত্র করেছিল। কিন্তু জনগণ সরকারের সে ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। চার সিটি করপোরেশন নির্বাচনের মতো গাজীপুরেও সরকারকে জনগণ পুরোপুরি ‘না’ বলে দিয়েছে।
তিনি বলেন, পাঁচ সিটি করপোরেশনে ১৮ দলের প্রার্থীদের জয়ের মাধ্যমে তত্বাবধায়ক ব্যবস্থার পক্ষে গণরায় এসেছে। পাঁচ সিটিতে বিপুল ভোটের ব্যবধানে পরাজয়ের পর সরকারের উচিত জনগণকে বিভ্রান্ত না করে সংবিধানে নির্দলীয় সরকারব্যবস্থা পুনঃ স্থাপন করে পদত্যাগ করা।
ফখরুল বলেন, এ প্রেক্ষাপটে সরকারকে বলব এখনই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের বিধান পুনর্বহাল করুন। এরপর পদত্যাগ করে মানে মানে বিদায় নিন। নইলে জনগণই দাবি আদায় করে নেবে।
অন্য গণতান্ত্রিক দেশের মতোই বাংলাদেশে আগামী নির্বাচন হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে যে বক্তব্য দিয়েছেন তার তীব্র সমালোচনা করেন মির্জা ফখরুলবলেন, লন্ডনের গণতন্ত্রে বিরোধী দলের সভা-সমাবেশে বাধা দেয়া হয় না, গুলি করা হয় না। সেখানে বিরোধী দলের নেতাদের মিথ্যা মামলায় গ্রেফতার করা হয় না। ভিন্নমতাদর্শীদের কারাগারে নেয়া ও নির্যাতন করা হয় না। তাই প্রধানমন্ত্রীর এ বক্তব্যের কোনো যুক্তি নেই। এসব কথা বলে জনগণকে বিভ্রান্ত না করে প্রধানমন্ত্রীর উচিত সময় থাকতে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা।