স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিক এবং সংবাদপত্র ও প্রেস কর্মচারীদের জন্য গঠিত ৮ম ওয়েজবোর্ড রোয়েদাদ প্রতিবেদন জমা দিয়েছেন বোর্ডের চেয়ারম্যান।
সোমবার আনুষ্ঠানিকভাবে এ ওয়েজবোর্ড ঘোষণা করা হবে বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয় সূত্র।
এতে ৭ম ওয়েজবোর্ডের মূল বেতনের ৭০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।
এছাড়া সংবাদপত্রগুলোর আয় এবং সার্কুলেশনের ভিত্তিতে পাঁচটি শ্রেণীতে ভাগ করা হয়েছে।
রোববার সকালে সচিবালয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপির কাছে বোর্ডের চেয়ারম্যান বিচারপতি কাজী এবাদুল হক প্রস্তাবিত এ প্রতিবেদন জমা দিয়েছেন।