স্পোর্টস ডেস্ক ॥
শুনানির জন্য প্রয়োজনীয় ফি দিতে না পারায় নিষিদ্ধ হওয়া আম্পায়ার নাদিম ঘৌরির আপিল খারিজ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতীয় টেলিভিশন চ্যানেলের অনুসন্ধানে ম্যাচ পাতানোয় সংশ্লিষ্টতা পাওয়ায় ঘৌরিকে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয় গত এপ্রিলে।
আপিলের কার্যকারিতার জন্য পাকিস্তানি এই আম্পায়ারের কাছে এক লাখ রুপি নির্ধারণ করেছিল পিসিবি। হতাশায় নিমজ্জিত ঘৌরি বললেন,‘আর্থিকভাবে আমি অনেক কষ্টে আছি। আপিলের সঙ্গে পিসিবি আমাকে এক লাখ রুপি জমা দিতে বলেছিল। কিন্তু ওই পরিমাণ রুপি দিতে না পারায় আপিল প্রত্যাখ্যান করল। সত্যি বলছি এমন পরিস্থিতিতে আমি বিপর্যস্ত ও মানসিকভাবে ভেঙে পড়েছি। আমি জানি না আর কী করব। কারণ সারাজীবন আমি ক্রিকেট খেলেছি, আম্পায়ারিং করেছি। জীবন যাপনের অন্য কোনো পথ আমার জানা নেই।’
ঘৌরির সঙ্গে পাকিস্তানের আরেক প্রথম শ্রেণীর আম্পায়ার আনিসও নিষিদ্ধ হয়েছেন। ব্যবসায়ী সেজে এক রিপোর্টার স্কাইপে তাদের সঙ্গে ফিক্সিং নিয়ে কথা বলেছিলেন।
পাকিস্তানের এই আম্পায়ার নিজেকে নির্দোষ দাবি করে বলেন,‘যে কেউ আমার অ্যাকাউন্ট পরীক্ষা করে দেখুক। ভাগ্য ভালো ছিল খেলার পর আইসিসি প্যানেলে সুযোগ পেয়েছি। ওই অর্থ দিয়েই নিজের বাড়ি তৈরি করেছিলাম। আমার কাছে শুধু এটুকুই আছে। যদি আমি দুর্নীতি করতাম তবে এমন অবস্থা হতো না যে আপিল করার জন্য এক লাখ রুপি বোর্ডকে দিতে পারতাম না।’
এমন সঙ্কটের পেছনে ভারতের একটি গোষ্ঠীকে দোষারোপ করলেন ঘৌরি,‘আইসিসি প্যানেলে কোনো পাকিস্তানি আম্পায়ারকে দেখতে চায় না ভারতীয় গোষ্ঠী। আমাদের বিপক্ষে সবসময় কাজ করে ভারতীয়রা।’