স্টাফ রিপোর্টার ॥
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বর্তমানে দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১০৫টি। এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় ৩৫টি এবং সরকার অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ৭০টি।
রোববার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে নূরুল ইসলাম সুজনের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে বিশ্ববিদ্যায়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ২৬ লাখ। বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের ২০১১ সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিদেশি ছাত্র-ছাত্রীর সংখ্যা ১ হাজার ৮৬০ জন। বর্তমানে তা দুই হাজার ছাড়িয়ে গেছে।
শাহরিয়ার আলমের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে সরকারি উচ্চ বিদ্যালয়ে ১ হাজার ৮৬৯টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে প্রথম শ্রেণির ৩৩৭টি এবং দ্বিতীয় শ্রেণির ১ হাজার ৫৩২টি পদ শূন্য রয়েছে।
বিরোধী দলের সংরক্ষিত আসনের সদস্য বেগম নিলোফার চৌধুরী মনির অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আরবি বিশ্ববিদ্যালয় গঠনের কার্যক্রম চলছে। অচিরেই এটি শেষ হবে।
পিনু খানের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা পর্যায়ে ১টি কম্পিউটার ইনস্টিটিউট চালু আছে। তবে ৩৫৭টি সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার কোর্স চালু আছে। এ ছাড়া ৩৬০ ঘণ্টা মেয়াদি ১ হাজার ২২৬টি বেসরকারি ট্রেনিং সেন্টার আছে সেখানে কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হয়।