টাঙ্গাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজের মেধাবী ছাত্রী ইসমত আরা জাহান স্বর্ণার হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও থানা ঘেরাও কর্মসূচি পালন করেছে কলেজের শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর বিক্ষোভকারীরা শহরের নিরালা মোড়ে সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে।
পরে শিক্ষার্থীরা টাঙ্গাইল মডেল থানা ঘেরাও করে অবস্থান শুরু করলে পুলিশের উদ্ধর্তন কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে ঘেরাও প্রত্যাহার করে নেওয়া হয়।
উল্লেখ্য, গত ১৮ জুন বিকেলে স্বর্ণাকে পানিতে চুবিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে ২০ জুন নিহত স্বর্ণার মা বাদী হয়ে লিমন, হাবিবুর রহমান ও লিপি আক্তার নামে তিনজনকে আসামি করে টাঙ্গাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।