রিয়াদ: সৌদি আরবের রিয়াদে পাঁচ দিনব্যাপী কর্মসংস্থান মেলায় প্রায় ১৩ হাজার প্রবাসী বাংলাদেশি কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।
বুধবার সন্ধ্যায় শেষ হয়েছে এ মেলা। গত ২২ জুন থেকে রিয়াদ কনভেনশন সেন্টারে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে এ মেলা।
রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. এমদাদুল হক বাংলানিজকে জানান, মেলায় প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন কোম্পানির ব্যাপক সাড়া পেয়েছি। প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০টি সবুজ এবং প্লাটিনাম ক্যাটাগরির কোম্পানি এতে অংশ নিয়েছে।
তিনি আরো জানান, মেলার শেষ দিন অর্থাৎ বুধবার চাকরিপ্রার্থী এবং চাকরিদাতার উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
এদিনই প্রায় ৫ হাজার বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে বলেও জানান তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং দূতাবাসের পক্ষ থেকে সময় বাড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে। এখন সবাই সৌদি সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। সময় বাড়বে বলে আশা করছেন এই শ্রম কর্মকর্তা।