মূলত মানবমূত্র থেকে তৈরি হবে এই বিদ্যুৎ। এই প্রযুক্তিতে এক লিটার মূত্র বা ইউরিন থেকে প্রায় ছয় ঘণ্টা একটি বাতি জ্বালানো যাবে। নাইজেরিয়ার রাজধানী লাগোসের বিজ্ঞান মেলায় ১৪ বছর বয়সী তিন কিশোরী দৌরা আইনা আদেবোলা, আকিন্দালে আবিওলা, ফালেকে ওলুয়াতৌইন এবং ১৫ বছর বয়সী বেল্লো এনিওলো মূত্র থেকে জেনারেটর চালানোর এই প্রকল্প জমা দেয়। সঙ্গে সঙ্গে এই প্রকল্প দেশে বিদেশে অনেকের নজর কাড়ে।
যন্ত্রটির জন্য ইউরিন একটা ইলেকট্রিক সেলের মধ্যে রাখা হবে। সেখানে হাইড্রোজেন আলাদা হয়ে যাবে। এরপর এক ফিল্টারের মাধ্যমে তা পরিশোধন করা হবে এবং একটি সিলিন্ডারের মধ্যে জমা হবে তা। এরপর তা তরল সোডিয়াম বোরেটের মধ্য দিয়ে চালিয়ে আরেকটি সিলিন্ডারে জমা করা হবে, যা হাইড্রোজেন গ্যাস থেকে বাষ্পীয় অংশ শোষণ করে নেবে। এরপর হাইড্রোজেন গ্যাস দিয়ে জেনারেটর চালানো হবে।