সিনেমাটি সম্পর্কে মেজবাহউদ্দীন আহমেদ বলেন, “এর একটি বড় অংশের চিত্রায়ণ হয়েছে চীনে। বাকি অংশের দৃশ্য ধারণ হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডায়। সিরিজের আগের দুটি সিনেমা জন ফ্যাব্রিউ পরিচালনা করলেও এবারেরটি নির্মাণ করেছেন শেন ব্ল্যাক। তবে অন্যান্যবারের মতো এবারও মূল ভূমিকায় অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র। এতে আরও অভিনয় করেছেন গিনেথ প্যালট্রো, ডন চিয়াডলি, গাই পিয়ারস, বেন কিংসলে প্রমুখ। এবার খলচরিত্রে দেখা যাবে সদ্য এশিয়ান ফেলোশিপ অ্যাওয়ার্ডজয়ী বেন কিংসলেকে।”
সুপার হিরো হিসেবে আয়রন ম্যানের প্রথম আত্মপ্রকাশ ঘটে ১৯৬৩ সালে মার্ভেলের কমিক বুক ‘টেলস অব সাসপেন্স’-এর পাতায়। তার একক আত্মপ্রকাশ হয় ১৯৬৮ সালের মে মাসে ‘দ্য ইনভিন্সিবল আয়রন ম্যান’-এর মাধ্যমে। পর্দায় তার কেরামতি দেখতে দর্শকরা যে বেশ পছন্দ করেন, তা ব্যবসায়িক সাফল্যই বলে দিচ্ছে।