বৃহস্পতিবার , ৭ই নভেম্বর, ২০২৪ , ২২শে কার্তিক, ১৪৩১ , ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৬

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে শনিবারের ডাকা ধর্মঘটে অচল হয়ে পরেছে রাবি। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা।

বিশ্ববিদ্যালয়ের সামাজিক অনুষদের ডিন মো. আনসার উদ্দিন বলেন, অনুষদের একটি বিভাগে পরীক্ষা থাকলেও আমরা তা বন্ধ করে দিয়েছি। ছাত্র ধর্মঘটের কারণে সকল বিভাগে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয় টুকিটাকি চত্বরে আয়োজিত সমাবেশ থেকে এ ধর্মঘটের ঘোষণা দেন ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান রানা।

উল্লেখ্য, শুক্রবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রুস্তম আলী আকন্দ হলের নিজ কক্ষে (২৩০) গুলিবিদ্ধ হয়। পরে শিক্ষার্থীরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হল কমিটির দ্বন্দ্বে তিনি খুন হতে পারেন বলে তার সহপাঠিরা ধারণা করেছেন। তবে ছাত্রলীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তিনি শিবিরের হাতে খুন হয়েছেন।

বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম