রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > শীর্ষ খবর > ‘ফেসবুক থেকে প্রশ্ন নিয়ে পরীক্ষা দিলে বাতিল’

‘ফেসবুক থেকে প্রশ্ন নিয়ে পরীক্ষা দিলে বাতিল’

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ফেসবুক থেকে প্রশ্ন নিয়ে পরীক্ষা দিলে ফল বাতিল করা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন। বুধবার সচিবালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনে জাতীয় মনিটরিং কমিটির সভায় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ফেসবুক অ্যাডমিন বা যারা এর সাথে লিঙ্ক আছেন যদি তিনি ছাত্র হন তার তথ্যও আমাদের দরকার। কারণ আমরা আগামীতে যদি এমন কোনো প্রমাণ পাই যে কোন ছাত্র এভাবে পরীক্ষা দিয়েছে তাহলে আমরা তার ফলাফল বাতিল করতে চাই। জাতি গঠনে আগামী প্রজন্ম যদি এভাবে নষ্টের দিকে এগিয়ে যায়, আর আমরা যদি তা প্রতিরোধ করতে না পারি তাহলে এই দায়-দায়িত্ব আমি কোনমতেই এড়াতে পারব না।’

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা, তোমরা ভালকরে লেখাপড়া করে বলেইতো ভালো পাস করতেছ। বেশি পাস করতেছ বরং সেই অভিযোগ আমাদের বিরুদ্ধে। ভাল করে লেখা পড়া কর এবং ভাল ফলাফল কর। প্রশ্ন পাওয়ার ধান্দায় ছুটলে তোমার মূল শিক্ষাটাই নষ্ট হয়ে যাবে।’

এ সময় অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনার সন্তানদেরকে খালি ডিগ্রী পাশ করে হবে না, বড় সার্টিফিকেট দিলে হবে না, তাকে প্রকৃত মানুষ বানাতে হবে। গার্জিয়ান তার হাতে প্রশ্ন তুলে দেন কিনে নিয়ে এসে, এটা সর্বনাশ।’

এ সময় তিনি আক্ষেপ করে বলেন, ‘যেখানে আমাদের সবচেয়ে নিরাপদ জায়গা শিক্ষক, তারাও প্রশ্নপত্র ফাঁসে জড়িত হয়ে যান। তাহলে আমাদের যাওয়ার জায়গা কোথায়?’

এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকদেরকে যার যার ক্ষেত্রে সতর্ক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘কেউ রেহাই পাবে না। আইনত ব্যবস্থা নেয়া হবে।
প্রশ্নপত্র ফাঁসের সন্দেহভাজন শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘দয়া করে মান–ইজ্জত থাকতে স্বেচ্ছায় এই পথ ছেড়ে দিন। তা না হলে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের জন্য এ পেশা নয়।’

এ সময় তিনি জানান, বিভিন্ন পদক্ষেপের ফলে প্রশ্নপত্র ফাঁসে জড়িত ব্যক্তিরা ধরা পড়ছে। সভায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-কমিশনার শেখ নাজমুল আলম বলেন, প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে তাঁরা গত দুই মাসে শিক্ষকসহ ২৬ জনকে গ্রেপ্তার করেছেন।