শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > ৮ বছর নিষিদ্ধ আফ্রিকার সাবেক পেসার

৮ বছর নিষিদ্ধ আফ্রিকার সাবেক পেসার

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
স্পট ফিক্সিংয়ের দায়ে আট বছরের জন্য নিষিদ্ধ হলেন দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সাবেক পেসার লনওয়াবো সতসবে। এই সময়ে তিনি কোনো ধরনের ক্রিকেটে অংশগ্রহণ করতে পারবেন না। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট রাম সøামে ২০১৫ আসরে বেশ কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। তাদের মধ্যে সাতজন ২ থেকে ২০ বছর মেয়াদে নিষেধাজ্ঞা পেয়েছেন। সেই সাতজন হলেন, আলভিরো পিটারসেন, থামি সলেকেলি, গুলাম বদি, জেন সাইমস, পামেলেলা মাতশিকিউ, এথি এমভালাতি ও লনওয়াবো সতবসে। এরমধ্যে সর্বশেষ সতসবে আট বছর নিষিদ্ধ হলেন। সতসবে দক্ষিণ আফ্রিকার হয়ে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ৫ টেস্ট, ৬১ ওয়ানডে ও ২৩ টি-টোয়েন্টি খেলেন। এক সময় আইসিসি’র ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেছিলেন সবসবে। দক্ষিণ আফ্রিকার বোলিং লাইনআপে হয়ে উঠেছিলেন অন্যতম ভরসার নাম। কিন্তু ধীরে ধীরে দলে জায়গা হারান। এরপর ২০১৫ সালের ঘরোয়া ক্রিকেটে ম্যাচ পাতানোর অভিযোগে ক্যারিয়ার থমকে যায়। ওই বছরের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে দেশটির ক্রিকেট বোর্ড। এই বছরের এপ্রিলে সাময়িকভাবে সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সতসোবে। তবে এবার স্থায়ীভাবে নিষিদ্ধ হলেন। প্রথমে তাদের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ থাকলেও শেষ পর্যন্ত স্পট ফিক্সিংয়ের ব্যাপারটাই প্রমাণিত হয়েছে বলে জানান দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের প্রধান নির্বাহী হারুন লরগাত। বলেন, ‘সতসবের বিপক্ষে ম্যাচ পাতানো নয়, স্পট ফিক্সিংয়ের প্রমাণ পাওয়া গেছে। যদিও শেষ পর্যন্ত সেই ফিক্সিংটা হতে পারেনি। তবে স্পট ফিক্সিংয়ে অংশ নেয়ায় তাকে নিষিদ্ধ করা হয়েছে।’ অন্যদিকে শাস্তি পাওয়ার পর সবার কাছে ক্ষমা চেয়েছেন সতসবে। নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন তিনি। তখন আর্থিক দুরবস্থার ভেতর দিয়ে যাচ্ছিলেন বলে কখন কী করে ফেলেছেন তার নিতি বুঝতে পারেছন না বলে জানালেন।